বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উত্সব

নিউজ রুম / ১৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
শান্তির বিশ্ব হোক কবিতার জয় হোক এই শ্লোগানে কক্সবাজারের ২য় বাবের মত ২ দিন ব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক কবিতা উত্সব অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন কক্সবাজার জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল। উতসব উদযাপন কমিঠির সভাপতি কবি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ,উতসব উদযাপন কমিটির উপদেষ্টা ও পৃষ্টপোষক শিক্ষাবীদ এমএম সিরাজুল ইসলাম, সময়ের প্রধান কবি অসীম সাহা ও লাল পাহাড়ের দেছে যা খ্যাতব কালজয়ী গানের গীতিকার ও কবি অরুন কুমার চক্রবর্তী সহ অনেকে উপস্থিত ছিলেন। ২য় দিন উত্তরন মডেল কলেজ প্রাঙ্গণে উতসবের উদ্বোধন করেন ককসবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। উত্তরন মডেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষাবীদ এমএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সময়ের প্রধান কবি অসীম সাহা। এসময় উত্তরন মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এম ফজলুল করিম চৌধুরী, কবি অরুন কুমার চক্রবর্তী, বঙ্গবন্ধু কবিতা পুরষ্কার ২০২৩ প্রাপ্ত কবি সাকিল আহমেদ ও কবি অনিকেত শামীম সহ দেশী বিদেশি শতাধিক কবি অংশ গ্রহণ করেন। দুটি অনুষ্ঠানেই কবি কন্ঠে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্টানে দেশী বিদেশি কবিদের ফুলেল শুভেচছায় বরন, উত্তোরীয় পরিধান, ও কবি সম্মাননা প্রদান ও কবিতার বৃক্ষরোপন, পিঠা উতসব, কবিতার স্মারক সংগ্রহ, অসীমের ঠিকানায় পত্র প্রেরন সহ নানা আয়োজন অনুষ্ঠানেকে বর্নাঢ্য করেছে এমন মন্তব্য করেছেন অতিথি সহ সংশ্লিষ্টরা। কবিও সাংবাদিক আমিনুল হক আমীনের উপস্থাপনায় অনুষ্ঠানে নেপালের কবি আনুষকা সিং যুপ্পি, সিকিমের সন্জয় ঘটক, পশ্চিমবংগের গৌরিক মুখার্জি, ভারতের মানসী কির্তনীয়া, বাংলাদেশের কবি আদিল চৌধুরী, কবি সিরাজুল হক সিরাজ, কবি নিলয় রফিক, কবি হুমায়ন ছিদ্দিকী ও অমিত চৌধুরী সহ অনেকে অংশগ্রহন করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর