শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ রুম / ২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেছেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট নাগরিক তারাই গড়ে উঠতে পারে স্মার্ট বাংলাদেশ। আর মেয়েরা যতবেশি শিক্ষিত হবে দেশ ও সমাজ ততবেশি এগিয়ে যাবে। তাই নারীদের বেশি করে শিক্ষায় মনোনিবেশ করার জন্য অভিবাবকদের প্রতি পরামর্শ দেন তিনি। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে দেশের জন্ম ইতিহাস এবং আগামী পরিকল্পনা সম্পর্কে ধারনা থাকতে হবে। যেমন পরিবারের সদস্যরা আপনজন তাদের জন্য যেভাবে মায়ামমতা থাকে ঠিক তেমনি দেশের প্রতি সম্মান এবং শ্রদ্ধা ও ভালবাসা থাকতে হবে। কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক বলেন,বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রযুক্তি ব্যবহারে নারী সহ সকল শিক্ষার্থীদের বেশি সতর্ক থাকতে হবে। কারন এখানে অনেক ধরনের ফাঁদ থাকে তাই চোখকান খোলা রেখে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি। ২১ মার্চ বিকালে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। এ সময় তিনি বলেন,প্রত্যেক মানুষকে মন থেকে ধনী হতে হবে,দারিদ্রতা কখনো মানুষকে দাবিয়ে রাখতে পারেনা। তাই শিক্ষা দিয়ে নারীদের সবার থেকে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহবান জানান তিনি। এতে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিম উদ্দিন চৌধুরী,জেলা শিক্ষা অফিসার মো: নাছির উদ্দিন,সদর উপজেলা শিক্ষা অফিসার সেলিম উদ্দিন,অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেব নাথ। অনুষ্টান সঞ্চালন করেন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুদ্দিন খালেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দিদারুল ইসলাম,জুলফিকার আলী,মোহাম্মদ জাহাঙ্গির আলম,মনোয়ারা বেগম প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর