শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

ইয়াবাপাচার মামলায় যাবজ্জীবন

নিউজ রুম / ১৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত; এসময় পাঁচ লাখ টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে।
এছাড়া মামলার বিচারে নির্দোষ প্রমাণিত হওয়ায় এক আসামিকে খালাস প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় প্রদান করেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
সাজাপ্রাপ্ত আসামি হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মোহাম্মদ হাছানের ছেলে আহম্মদ কবির।
এছাড়া মামলায় খালাস পেয়েছেন, একই এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে নুর মোহাম্মদ ওরফে খুলু।
মামলার নথির বরাতে ফরিদুল বলেন, গত ২০২১ সালের ২৫ জানুয়ারি রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় আহম্মদ কবিরের মালিকাধীন মুরগীর খামারে অভিযান চালিয়ে ১ লাখ ২২ হাজার ১৪০ টি উদ্ধার করে তৎকালীন র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল। এসময় আহম্মদ কবির সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ ঘটনায় র‍্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত ২০২১ সালের ৬ মার্চ মামলার তদন্তকারি কর্মকর্তা তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন (চার্জশীট) জমা দেন। পরে গত ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর (চার্জগঠন) আদেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মামলায় ১১ জন সাক্ষির মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। মঙ্গলবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। বিচারে মামলার প্রধান আসামি আহম্মদ কবির দোষী সাব্যস্ত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। এসময় বিচারক তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় নুর মোহাম্মদ ওরফে খুলু নামের এক আসামি বিচারক খালাস দিয়েছেন।
মামলার রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ফরিদুল আলম।


আরো বিভিন্ন বিভাগের খবর