সাকলাইন আলিফ :
সবজি বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রলীগ নেতা জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও আব্দুল আজিজ কে সভাপতি করে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
৩১ মার্চ কক্সবাজার জেলার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ মারুফ আদনান এই নতুন কমিটির অনুমোদন দেন।
কমিটির সভাপতি আব্দুল আজিজ বিডি ওয়ার্ল্ড কে বলেন, চকরিয়া কলেজকে শিবির মুক্ত ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে নবগঠিত ছাত্রলীগের কমিটি। সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করার পাশাপাশি হতদরিদ্র শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়াবে। ক্যাম্পাসে একটি শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করবে ছাত্রলীগের নতুন কমিটি।
চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন পাওয়ার পর থেকে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
উল্লেখ্য : ২০১৭ সালের ২২ নভেম্বর তৎকালীন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নিঠুর স্বাক্ষরে চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।