বিডি প্রতিবেদক :
কক্সবাজারের ঈদগাঁও ফুলছড়ি রেঞ্জের ফকিরাবাজার এলাকা ও উত্তর মেধাকচ্ছপিয়া নামক এলাকায় পাহাড় কাটার সময় পাহাড়ী মাটিসহ ২টি ডাম্পার জব্দ করেছে শহর রেঞ্জ ও উত্তর বন বিভাগ। এসময় একজকে আটক করা হয়।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।
তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) বিকেলে ফুলছড়ি রেঞ্জের ফকিরাবাজার এলাকা থেকে পাহাড়ী বালি ভর্তি ডাম্পার ১টি এবং শুক্রবার (৭ এপ্রিল) ভোরে ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া বিটে, উত্তর মেধাকচ্ছপিয়া নামক এলাকায় ১জনসহ পাহাড় কাটা অবস্থায় ২টি পাহাড়ী মাটি ভর্তি ডাম্পার ও ১টি স্কাবেটর জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন, রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মো. মেহেরাজ উদ্দিন, মো. হুমায়ুন আহমেদসহ অন্যান্যরা।
পরবর্তীতে ফুলছড়ি রেঞ্জকে ৩টি ডাম্পার ও ১ টি স্কাবেটর ফাসিয়াখালী রেঞ্জ হেফাজতে বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।