বিডি প্রতিবেদক :এখন থেকে গ্রাহকদের এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে লাগবে ১১৪ টাকা, অকটেন কিনতে লাগবে ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা। এভাবে আবার বেডে গেলো জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ল। জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ল সরকার। নতুন দাম অনুযায়ী পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা, ডিজেলের ৩৪ টাকা, অকটেনের ৪৬ টাকা বাড়ানো হয়েছে।শুক্রবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের (ইআরএল) পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনঃনির্ধারণ করা হলো।