বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। প্রায় ৭০ বছর বয়সী পুরুষ জাতের হাতিটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে দাবি বিভাগীয় বন কর্মকর্তার।
আজ শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার গহীন পাহাড়ে টহলে গিয়ে বনকর্মীরা হাতিটি দেখতে পায়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা(ডিএফও) মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বনরক্ষীদের কাছ থেকে খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যায়। হাতিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধ্যকজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে।
বিভাগীয় ফোন কর্মকর্তা সারওয়ার আলম বলেন,উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ও বন্যপ্রাণী বিভাগ থেকে চিকিৎসক দিয়ে ময়নাতদন্তের পর নমুনা সংগ্রহ করে হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।