শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

সুবিধাবঞ্চিতদের জন্য ‘প্রজেক্ট হোপ ১.০’ উদ্বোধন করলো জেসিআই বরিশাল

নিউজ রুম / ২২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শিক্ষা এবং দারিদ্র্যের আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে জেসিআই বরিশাল ‘প্রজেক্ট হোপ ১.০’ চালু করার উদ্যোগ নিয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বরিশাল শহরের একটি রেস্তোরাঁয় এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই উদ্যোগের আওতায় সুবিধাবঞ্চিতদের সামগ্রিক উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মন্ডিপ ঘরাই। তিনি জেসিআই বরিশাল কর্তৃক গৃহীত মহৎ উদ্যোগের জন্য তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বলেন, ‘প্রজেক্ট হোপ ১.০’ ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করতে এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। আমি জেসিআই বরিশালকে তাদের সামাজিক কল্যাণে অটল অঙ্গীকারের জন্য প্রশংসা করি এবং সবাইকে এই মহৎ কাজে তাদের সমর্থন জানানোর আহ্বান জানাই।’ বিশেষ অতিথি বরিশাল জেলার  বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি বিশু ঘোষ প্রকল্পের প্রতি উৎসাহ ও সংহতির এক অনুভূতি প্রকাশ করেন। জেসিআই বরিশাল স্থানীয় সভাপতি জামিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন এবং সমাজসেবক দেলোয়ার হোসেন। তারা ‘প্রজেক্ট হোপ ১.০’ এর সহযোগিতামূলক মনোভাবের উপর জোর দেন। সংশ্লিষ্টরা জানান, ‘প্রজেক্ট হোপ ১.০’ এর আওতায়, বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাতজন মেধাবী ও অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তি প্রদান করা হবে। এছাড়াও পাঁচটি সুবিধাবঞ্চিত পরিবার তাদের আর্থিক উন্নতি এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে টেকসই আয়ের উৎস থেকে উপকৃত হবে। উল্লেখ্য, ‘প্রজেক্ট হোপ ১.০’ জেসিআই বরিশাল দ্বারা পরিচালিত একটি সামগ্রিক উদ্যোগ যা যোগ্য তরুণ ছাত্রছাত্রী এবং প্রান্তিক পরিবারগুলিকে সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। আর্থিক সহায়তা এবং টেকসই সহায়তার মাধ্যমে প্রকল্পটি সুবিধাঞ্চিতদের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর