শিরোনাম :
কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি : যুবক গ্রেপ্তার কক্সবাজার ট্যুরিজম অ্যাপস ভ্রমণিকা-র উদ্বোধন সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. আনিসুজ্জামান চৌধুরী চকরিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা বদরখালী বাজারে আগুন লেগে ৬ দোকান ভস্মীভূত পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে তান্ডব-লুটপাট

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা খুন

নিউজ রুম / ৫১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবির থেকে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে বা শ্বাসরোধ করে এ খুনের ঘটনা ঘটানো হয়েছে।
নিহত মোহাম্মদ ইলিয়াছ (২৮) উখিয়ার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের বাসিন্দা মামুন রশিদের ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ জানান, আজ মঙ্গলবার সকাল পৌণে ১১ টায় উখিয়া উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের একটি বসত ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
এডিআইজি ছৈয়দ হারুনুর রশিদ বলেন, মঙ্গলবার সকালে উখিয়ার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকে ইলিয়াছের বসত ঘরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবরে এপিবিএন’এর একটি দল অভিযান চালায়। এতে ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় মোহাম্মদ ইলিয়াছ নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহ উদ্ধারের সময় ঘরটিতে কোন লোকজন ছিল না। নিহতের গলায় দড়ি জাতীয় কিছু একটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে মোহাম্মদ ইলিয়াছ নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অথবা দাম্পত্য কলহের জেরে কেউ তাকে খুন করে থাকতে পারে।
স্থানীয়দের বরাতে এপিবিএন এর কর্মকর্তা বলেন, মোহাম্মদ ইলিয়াছের দুই স্ত্রী ও সন্তান-সন্ততি রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে তিনি খুন হতে পারেন।
ছৈয়দ হারুনুর রশিদ জানান, মোহাম্মদ ইলিয়াছের মৃত্যুর কারণটা রহস্যজনক। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর